বদলে ফেলুন আপনার স্মার্ট ফোনের এক ঘেয়ে Lock সিস্টেম।

আজকাল প্রায় সবাই স্মার্ট ফোন ব্যবহার করেন। আর নিরাপত্তার খাতিরে আপনার প্রিয় ফোনটাকে লক করে রাখাটা খুবই জরুরী। যারা স্মার্ট ফোনের ফিচারগুলোর সাথে মোটামুটি ভাবে পরিচিত তারা নিশ্চয় তাদের প্রিয় ফোনটিকে লক করে রাখেন এবং ফোনকে লক করে রাখার জন্য ডিফল্ট হিসাবে ফোনের সিকিউরিটি সেটিং এ বেশ কিছু অপশন  দেওয়া থাকে সেগুলোও নিশ্চয় জানা আছে আপনাদের সবার। এই যেমন প্যটার্ন্ট লক, পিন লক, পাসওয়ার্ড ইত্যাদি।



এক ডিফল্ট লক গুলো ব্যবহার করতে করতে যদি বোরিং হয়ে যান, যদি এক ঘেয়ে লাগে তাহলে ব্যবহার করুন Knock Lock এই এ্যাপটি। খুব ছোট একটি এ্যপটি সহজেই ফ্রি পেয়ে যাবেন আপনার প্লে স্টোর থেকে। আজই ব্যবহার করুন আর নতুন লক সিস্টেমের এক্সপ্রিয়েন্স নিন। 


স্যামসাং গ্যালাক্সি এস৫ ভেঙ্গে দিল শুরুর দিনের বিক্রির রেকর্ড Samsung-Galaxy-S5

স্যামসাং গ্যালাক্সি এস৫ ভেঙ্গে দিল শুরুর দিনের বিক্রির রেকর্ড Samsung-Galaxy-S5
কোন সন্দেহ নেই  স্যামসাং এর নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস৫  নিয়ে মানুষের মাঝে বিস্তর আগ্রহ ছিল বা আছে। অনেক আগে থেকেই প্রযুক্তি  প্রেমীরা অপেক্ষায় আছে কবে এটা বাজারে আসবে। অনেকে এটা কেনার জন্য টাকা জমানোও শুরু করেছিলেন। কিন্তু তাই বলে এত বেশী পরিমাণে গ্রাহকদের কাছ থেকে সাড়া পাওয়া যাবে এটা মনে হয় খোদ কোম্পানিও ভাবেনি।
বিক্রি শুরুর প্রথম দিনেই এটা এত পরিমাণে বিক্রি হয়েছে যে এটা ভেঙ্গে দিয়েছে এর আগের  গ্যালাক্সি এস৪ এর বিক্রির রেকর্ড। গ্যালাক্সি এস ৪ প্রথম দিনে যে পরিমাণ বিক্রি হয়েছিল এটা তার চেয়ে ৩০% বেশী বিক্রি হয়েছে প্রথম দিনেই। এটা স্যামসাং এর যেকোন ডিভাইসের জন্য শুরুর দিনের বিক্রির সর্বোচ্চ রেকর্ড।

আসছে ডুয়াল বুটের হুয়াউয়ে স্মার্টফোন

হুয়াউয়ের স্মার্টফোনসম্প্রতি ডুয়াল বুটের স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউয়ে। এ স্মার্টফোনে থাকবে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ এই দুটি অপারেটিং সিস্টেম। এক খবরে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
হুয়াউয়ের প্রধান বিপণন কর্মকর্তা শাও ইয়াং সম্প্রতি এক স্মার্টফোনে দুইটি অপারেটিং সিস্টেম ব্যবহারের সুবিধার বিষয়টি জানান। এ বছরের এপ্রিল থেকে জুন মাস অর্থাত্ বছরের দ্বিতীয় প্রান্তিকে এই স্মার্টফোনটি বাজারে আসতে পারে।
ইয়াং জানিয়েছেন, ‘আমরা উইন্ডোজনির্ভর স্মার্টফোন তৈরির বিষয়টি চালিয়ে যেতে চাই। কিন্তু অ্যান্ড্রয়েডের সঙ্গে তুলনা করলে, উইন্ডোজের গুরুত্ব এখনও অনেক কম। কিন্তু উইন্ডোজ এখনও আমাদের পছন্দের অপারেটিং সিস্টেম। তাই আমরা একাধিক ওএস নিয়ে কাজ করার পরিকল্পনা করেছি।’
এদিকে বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, উইন্ডোজ ফোন জনপ্রিয় করতে মাইক্রোসফট নানারকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। হুয়াউয়ের সঙ্গে মাইক্রোসফট গভীর সম্পর্ক গড়ে তুললেও ওএস ব্যবহারের দিক থেকে অ্যান্ড্রয়েডকেই এগিয়ে রেখেছে হুয়াউয়ে কর্তৃপক্ষ।
ইয়াং আরও জানিয়েছেন. তাঁরা এন ডুয়াল বুটের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন যাতে এক স্মার্টফোনে দুই রকম অপারেটিং সিস্টেমের অভিজ্ঞতা পাওয়া যায়। শুধু উইন্ডোজনির্ভর স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা সিদ্ধান্তহীনতায় ভোগেন কিন্তু তাঁদেরকে যদি দুই অপারেটিং সিস্টেম সুবিধা দেওয়া যায় তখন ইচ্ছানুযায়ী তাঁরা তা ব্যবহার করতে পারবেন। এভাবে উইন্ডোজ ফোনের জনপ্রিয়তা বেশি বাড়বে বলে মনে করেন ইয়াং।

অবশ্য প্রতিষ্ঠানটি তাদের এই স্মার্টফোনের দাম ও অন্যান্য ফিচার সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এসেছে ৮ গিগাবাইটের আইফোন ৫সি

অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের আইফোনের ৫সি মডেল বাজারে এসেছিল গত বছর। তবে শুরুতে এ মডেলের ১৬ ও ৩২ গিগাবাইট সংস্করণ বাজারে আনা হয়েছিল। দাম ছিল যথাক্রমে ৭৭৯ ও ৯১২ ডলার। তবে এবার একই সুবিধার আইফোন ৫সি ৮ গিগাবাইটের মডেলে এসেছে, যা পাওয়া যাবে ৬৭৯ ডলারে। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন সংস্করণের স্মার্টফোনটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অ্যাপলের একজন মুখপাত্র জানিয়েছেন, ৮ গিগাবাইটের ৫সি আইফোনটি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, চীনে গতকাল থেকেই পাওয়া যাচ্ছে।
গত বছর ৫এস মডেলের সঙ্গে ৫সি বাজারে এলেও তেমন সাড়া জাগাতে পারেনি। যদিও অ্যাপল গত বছরের শেষ তিন মাসে প্রায় পাঁচ কোটি এক লাখ আইফোন বিক্রি করেছে। কম দামে কীভাবে আরও ব্যবহারকারীদের হাতে আইফোন পৌঁছানো যায়, সে চিন্তা থেকেই আইফোন ৫সি মডেলের ৮ গিগাবাইট সংস্করণ আনা হয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে আইফোনের পরবর্তী সংস্করণ আসছে বলে নানা ধরনের খবর প্রকাশ শুরু হয়েছে প্রযুক্তি দুনিয়ায়। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকেই অ্যাপল-প্রেমীরা নতুন আইফোনের দেখা পাবেন। পাশাপাশি চতুর্থ প্রজন্মের রেটিনা পর্দাসহ ৯.৭ ইঞ্চি আইপ্যাড-২ বাজারে আসছে শিগগিরই। স্মার্টফোনের বাজারে প্রতিনিয়ত নানা ধরনের প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নতুন সুবিধা সব সময়ই দেওয়ার লড়াইয়ে ব্যস্ত স্মার্টফোন নির্মাতারা। আর এতে এগিয়ে থাকতেই অ্যাপলের এমন উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম