ফোনের ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফিরিয়ে আবার আনুন !

ভুলে কিংবা ইচ্ছে করে অ্যান্ড্রয়েড ফোনে কোনো মেসেজ ডিলিট করে ফেললেও তা ফিরিয়ে আনা সম্ভব। তবে কাজটি করতে হবে ডিলিট করার পরপরই। কারণ ডিলিট করা মেসেজ গুলো যে মেমোরি টুকু দখল করে রেখেছিল সে স্থানটা অন্য কোনো ডাটা দখল করে নিলে ডিলিট করা মেসেজ ফিরিয়ে আনা আর সম্ভব হবে না।


ডিলিট করা মেসেজ গুলো ফিরিয়ে আনার অনেক সফটওয়্যার পাওয়া যায়। এসব অ্যাপের কার্যক্রম প্রায় একই রকম। এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় তিনিট সফটওয়্যার হলো:-

১. Coolmuster Android SMS+Contacts Recovery
২. Wondershare Dr. Fone for Android (শুধু রুট সুবিধা থাকা ফোনের জন্য)
৩. Android Data Recovery


যেভাবে ডিলিট হওয়া মেসেজ ফেরত আনবেন
প্রক্রিয়াটা প্রায় সবগুলো সফটওয়্যারের ক্ষেত্রে একই রকম। আমরা এক্ষেত্রে Wondershare Dr. Fone for Android এর পদ্ধতিটি আপনাদের সামনে তুলে ধরা হলো:

১. উপরের তিনটি সফটওয়্যারের যে কোনো একটি ডাউনলোড করে কম্পিউটারে ইন্সটল করুন।
২. এরপর ইউএসবি ক্যাবল দিয়ে কম্পিউটারের সঙ্গে আপনার ফোনটিকে কানেক্ট করতে হবে।
৩. এক্ষেত্রে আনপার ফোনে অবশ্যই ইউএসবি ডিবাগিং মুড অ্যাক্টিভ করা থাকতে হবে।
৪. পিসির সঙ্গে ফোন কানেক্ট হলে পরের ধাপগুলোতে স্টার্ট আর নেক্সট করে যেতে হবে।
৫. চার নম্বর ধাপের কাজ শেষ হলে আপনার ফোনের ডিলিট হওয়া মেসেজসহ সব মেসেজ দেখাবে। সেই তালিকা থেকে আপনার প্রয়োজনীয় মেসেজগুলো ফেরত আনতে পারবেন। তবে মাথায় রাখতে হবে কাজটা খুব দ্রুত করতে হবে। কারণ ডিলিট হওয়া মেসেজের জায়গায় অন্য কোনো মেসেজ সেভ হয়ে গেলে তার ফেরত পাওয়া সম্ভব না।


এ সমস্যা থেকে মুক্তি পেতে আরো কার্যকর উপায় হলো SMS Backup & Restore নামের অ্যাপসটি ব্যবহার করা। গুগল প্লে থেকে অ্যাপসটি নামিয়ে নিয়ে খুব সহজেই ফোনের মেসেজগুলো ব্যাকআপ  রাখতে পারবেন। এজন্য পিসির কোনো দরকার হবে না। ফলে কখনো মেসেজ ডিলিট হলেও আর আপনাকে সমস্যায় পড়তে হবে না।

9 comments:

  1. আমার বাটন ফোন এখন কি করবো

    ReplyDelete
  2. আমার নরমাল ফোন সেটা কিভাবে ফিরিয়ে আনবো বলবেন কি

    ReplyDelete
  3. বাটান ফোনে ম্যাসেজ ডিলিট হয়ে গেলে কিভাবে পুনরায় আবার ম্যাসেজ দেখা যাবে?? সেটা প্লিজ একটু বলবেন??

    ReplyDelete

Thanks for comment