হুয়াউয়ের স্মার্টফোনসম্প্রতি ডুয়াল বুটের
স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা
প্রতিষ্ঠান হুয়াউয়ে। এ স্মার্টফোনে থাকবে অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ এই দুটি
অপারেটিং সিস্টেম। এক খবরে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
হুয়াউয়ের প্রধান বিপণন কর্মকর্তা শাও ইয়াং সম্প্রতি এক স্মার্টফোনে দুইটি
অপারেটিং সিস্টেম ব্যবহারের সুবিধার বিষয়টি জানান। এ বছরের এপ্রিল থেকে
জুন মাস অর্থাত্ বছরের দ্বিতীয় প্রান্তিকে এই স্মার্টফোনটি বাজারে আসতে
পারে।
ইয়াং জানিয়েছেন, ‘আমরা উইন্ডোজনির্ভর স্মার্টফোন তৈরির বিষয়টি
চালিয়ে যেতে চাই। কিন্তু অ্যান্ড্রয়েডের সঙ্গে তুলনা করলে, উইন্ডোজের
গুরুত্ব এখনও অনেক কম। কিন্তু উইন্ডোজ এখনও আমাদের পছন্দের অপারেটিং
সিস্টেম। তাই আমরা একাধিক ওএস নিয়ে কাজ করার পরিকল্পনা করেছি।’
এদিকে
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, উইন্ডোজ ফোন জনপ্রিয় করতে মাইক্রোসফট নানারকম
চেষ্টা চালিয়ে যাচ্ছে। হুয়াউয়ের সঙ্গে মাইক্রোসফট গভীর সম্পর্ক গড়ে তুললেও
ওএস ব্যবহারের দিক থেকে অ্যান্ড্রয়েডকেই এগিয়ে রেখেছে হুয়াউয়ে কর্তৃপক্ষ।
ইয়াং আরও জানিয়েছেন. তাঁরা এন ডুয়াল বুটের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন যাতে
এক স্মার্টফোনে দুই রকম অপারেটিং সিস্টেমের অভিজ্ঞতা পাওয়া যায়। শুধু
উইন্ডোজনির্ভর স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা সিদ্ধান্তহীনতায় ভোগেন
কিন্তু তাঁদেরকে যদি দুই অপারেটিং সিস্টেম সুবিধা দেওয়া যায় তখন
ইচ্ছানুযায়ী তাঁরা তা ব্যবহার করতে পারবেন। এভাবে উইন্ডোজ ফোনের জনপ্রিয়তা
বেশি বাড়বে বলে মনে করেন ইয়াং।
অবশ্য প্রতিষ্ঠানটি তাদের এই স্মার্টফোনের দাম ও অন্যান্য ফিচার সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।