চাকুরীতে নতুন যোগদানকারীদের জন্য কিছু টিপস্



Presentation: চাকুরিতে যোগ দেয়ার প্রথম দিনের প্রথম ঘন্টায়ই আপনাকে সবার সামনে দাড়িয়ে নিজের পরিচয় দিতে হবে, হাসি মুখে বলতে হবে অনেকগুলো কথা ! 
EmailWriting: প্রথম দিনের দ্বিতীয় ঘন্টায়ই আপনাকে ওয়েলকাম ইমেইল এর উত্তর দিতে হবে সবাইকে! 
Basic of Office App: ডেস্ক এ কাজ বুঝে নেয়ার সময় শুরুর দিকেই হয়তো আপনাকে কিছু ডকুমেন্ট প্রিন্ট করতে হবে! 
Excel: প্রথম দিনের লাঞ্চ এর আগেই আপনাকে হয়তো ছোটো খাটো কোন ডেটাশিট তৈরি করে আপনার বসকে দিতে হবে! 
Diplomatic & Active Listening: প্রথম দিনেই, আপনার কিছু সহকর্মী আপনাকে বোঝানোর চেষ্টা করবে তাঁরা কতটা গুরুত্বপূর্ণ, তাদের ডিল করতে কথাবার্তায়! 
How To Say No: কিছু কলিগ অপ্রয়োজনীয় ব্যক্তিগত বিষয়ে আলোচনা করে আপনাকে এলোমেলো করে দিতে চাইবে প্রথম সপ্তাহে! তাই আপনাকে জানতে হবে কি করে পজেটিভ ভাবেই কোন আলোচনা বন্ধ করা বা ঘুরিয়ে দেয়া যায়! 
 Leadership: প্রথম সপ্তহেই আপনাকে পাশের ডিপার্টমেন্ট এর সহকর্মীদের মাধ্যমে কাজ উদ্ধার করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হবে! আপনাকে জানতে হবে কি করে বস না হয়েও, পাওয়ার না দেখিয়েও অন্যকে দিয়ে কাজ করিয়ে আনা যায়।
Managing_Conflict: দ্বিতীয় সপ্তাহের মাঝেই আপনাকে ভুল বুঝে আপনার বসের বসকে বিচার দেবে কেউ! আপনাকে অনেক চাপে থেকেও মাথা ঠাণ্ডা রেখে,ওই কলিগ কে যুক্তি দিয়ে ভুল ভাঙ্গানোর চেষ্টা করতে হবে! 
Strategic: কি করে সম্পূর্ণ অযৌক্তিকভাবে সিনিয়রের কথা শুনেও মাথা ঠাণ্ডা রাখতে হয়। সঠিক সময়ে ভুল ভাঙ্গিয়ে দিয়ে নিজের অবস্থানটা ঠিক করে নেয়ার জন্যে! 
Asking Right Question: প্রথম মাস শেষ হওয়ার আগেই কোন এক বিগ বস একদিন আপনাকে রুমে ডেকে আপনার কাছ থেকে অনেক এক্সপেক্টেশন বুঝিয়ে যাবে অনেক কথায়! সেখান থেকে আপনার টুডূ লিস্ট তৈরি করার জন্য আপনার থাকতে হবে সঠিক প্রশ্ন করার যোগ্যতা! 
এগুলো উদাহরন ছিল!
বলছি না এগুলো হবেই, কিন্তু বেশীর ভাগ ক্ষেত্রেই এমনটা হয়। তাই আপনাকে অসংখ্য ভালো আর সুন্দর কিছুর সাথে এই চেলেঞ্জ গুলো মোকাবেলা করার জন্যও তৈরি থাকতে হবে!

No matter whether your university taught you these or not,you will have to deal with all.
Are You Ready To Start?

For More Job guide please  Click Here

0 comments:

Thanks for comment