নিজের ত্বকের চরিত্র জানুন

অনেকেই নিজের ত্বকের চরিত্র জানেন না। তাদের বলি পরিচর্যা শুরু করার আগে আপনার ত্বকের ধরণে জানুন। কারণ তৈলাক্ত ত্বকের যা প্রয়োজন শুষ্ক ত্বকের তা প্রয়োজন হয় না, আবার ত্বক যদি হয় সেনসিটিভ তাহলে তার সব কিছু সহ্য হবে না।।


শুষ্ক ত্বক হলে বুঝবেন কিভাবে?
১) যদি আপনার ত্বকে অ্যালার্জি প্রবণতা থাকে তাহলে বুঝবেন ত্বক শুষ্ক।
২) চুল শুকনো হলে বুঝবেন ত্বকও শুষ্ক।
৩) খুব বেশি খুসকির সমস্যা থাকলে তাহলেও বুঝতে হবে ত্বক শুষ্ক।
৪) লেপ, কম্বল ইত্যাদিতে অ্যালার্জি থাকলে বা নতুন কিছু ব্যবহার করলে যদি অ্যালার্জির সমস্যা হয় তাহলে বুঝতে হবে ত্বক অবশ্যই শুকনো।।



তৈলাক্ত ত্বক বুঝবেন কিভাবে?
১) ত্বকে যখন তেলতেলে ভাব ফুটে ওঠে বিশেষ করে নাক, কপাল নিয়ে যে অংশ "T" এর মতো আকার নেয় তখন বুঝতে হবে সেটা তৈলাক্ত ত্বক।
২) তৈলাক্ত ত্বক-এ কানের পিছনে হাত দিলে তেলতেলে লাগে। আসলে এই তেল বের হয় সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে। আমাদের শরীরে শতকরা ৭০ ভাগ সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে মুখে। মুখ তেলতেলে থাকা তৈলাক্ত ত্বক চেনার প্রধান উপায়।
৩) ব্রণ, ফুসকুড়ি সমস্যা তৈলাক্ত ত্বকে বেশি হয়। ত্বকে কালো ছোপেরও সমস্যা থাকে।।

সেনসিটিভ ত্বক:-
১) ত্বকে, চুলকানো, লাল হওয়া, জ্বালা করার সমস্যা হয় খুব বেশি।
২) শুষ্ক ত্বকেরই আরেকটা দিক হল সেনসিটিভ হওয়া। এই ত্বকে কসমেটিক লাগানোর পর সমস্যা হয়।
৩) কখনও কখনও কোন কারণ ছাড়াই ত্বকে ইরিটেশন হতে পারে।।

0 comments:

Thanks for comment