১। চোখ বন্ধ করে ২ টুকরো শসা ২ চোখের ওপর দিয়ে ১০-০৫ মিনিট রাখতে পারেন।
২। প্রতিদিন আপনার চোখে শীতল চা ব্যাগ বা নরম কাপড় আবৃত একটি বরফ দিয়ে ১০-১৫ মিনিট রাখতে পারেন।
৩। আলুর রস নিঃসৃত করে শুষ্ক আলু চোখে দিয়ে ৩০ মিনিট রেখে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন।
চোখের নিচের কালো দাগ দূর করতে:
ব্যবহার
করা টি ব্যাগ ফেলে দিচ্ছেন? এটা কিন্তু অনেক বড় একটা ঘরোয়া টনিক৷ আপনার
চোখের নিচে যদি কালো দাগ থাকে তবে ব্যাবহার্য টি ব্যাগটি ঠান্ডা করে চোখের
নিচে লাগিয়ে চোখ বন্ধ করে রাখুন৷ কিছুক্ষণ পর তুলে ফেলুন৷ চায়ে আছে
ক্যাফেইন যা আপনার চোখের নিচের কালো দাগ তুলতে সাহায্য করবে৷