কম্পিউটারে
ফাইল খোঁজার জন্য উইন্ডোজ অপারেটিং
সিস্টেমের নিজস্ব প্রোগ্রাম বা
টুল রয়েছে। কিন্তু
কোনো কিছু লিখে খোঁজার
পর ফলাফল দিতে এই
প্রোগ্রামটি প্রায়ই বেশ সময়
লাগিয়ে ফেলে। এ
ক্ষেত্রে হার্ডডিস্ক ডেটাবেইস বা সংক্ষেপে এইচডিডিবি
হলো ভালো একটা সমাধান। ছোট্ট
এই টুলটি ডেটাবেইস কাজে
লাগিয়ে খুব দ্রুতই ফাইলপত্র
খুঁজে দেয়। এ
জন্য টুলটি একটি ডেটাবেইস তৈরি করে, যেন ভবিষ্যতে
দ্রুততার সঙ্গে যেকোনো ফাইল
খোঁজ করা যায়। 1.34MB আকারের এই প্রোগ্রামটি
পাওয়া যাবে এই লিংকে৷ উইন্ডোজ এক্সপি, ভিসতা, ৭ কিংবা
৮ সব সংস্করণেই এটা
চলবে।
এইচডিডিবি নামিয়ে ইনস্টল করার
পর চালু করলে প্রথমেই
একটি বার্তা ডেটাবেইস বানাতে
বলবে। ইয়েস
চেপে দিলে সঙ্গে সঙ্গেই
হার্ডডিস্কের সব ফাইল নিয়ে
ডেটাবেইস তৈির হয়ে যাবে৷
মনে রাখতে হবে, এই
প্রোগ্রামটি নিজে নিজে ডেটাবেইস
হালনাগাদ করতে পারে না। পরবর্তী
সময়ে কম্পিউটারে নতুন ফাইল-ফোল্ডার
জমা হলে ডেটাবেইস নতুন
করে তৈির করতে হবে। F7 চেপে
সেটা করা যাবে।
এইচডিডিবি টুলটি হার্ডডিস্কে থাকা
ফাইলের নাম অনুযায়ী সেগুলোকে
সামজায়, ফাইলের বিষয়বস্তু অনুসারে
নয়। ফলে
আংশিক নাম জানা কোনো
ফাইল খুঁজতে গেলে ওয়াইল্ড
কার্ড (*) প্রতীক ব্যবহার করেও
সেটা করা যাবে।
যেমন আপনি যদি কম্পিউটারে
থাকা সব ওয়ার্ড ফাইল
বা DOCX-এর তালিকা দেখতে
চান, তাহলে ওপরের খালি
বক্সে লিখুন *.docx। এভাবে
আরও কিছু নিয়ম মেনে
ফাইল খুঁজলে আরও উন্নত
ফল পাওয়া যাবে।
এর মাধ্যমে পেনড্রাইভের ফাইল খোঁজার কাজটাও
সারা যাবে। কোনো
নির্দিষ্ট ফোল্ডারের কিছু খুঁজতে চাইলে
সেটিতে ডান ক্লিক করে
সার্চ হিয়ার বাই এইচডিডিবি
অপশনটি বাছাই করে তা
করা যাবে।
(সূত্রঃ প্রথম আলো)
0 comments:
Thanks for comment