কিভাবে খন্ড খন্ড PDF ফাইল জোড়া লাগাবেন ও কনভার্ট করবেন?

অনেক সময় আমাদের বেশ কিছু পিডিএফ ফাইল একত্রে করা বা জোড়া লাগানো লাগে। যেমন ধরুন আপনি আপনার দরকারি কিছু কাগজ স্ক্যান করেছেন এবং পি.ডি. এফ ফর্মেটে কনভার্ট করেছেন। আর সেই আলাদা আলাদা ফাইল গুলো একত্রে রাখতে চাচ্ছেন।

কাজ টা করার জন্য বেশ কিছু সফটওয়ার আছে। তার মধ্যে যেগুলো নেট থেকে ফ্রি পাবেন তার বেশির ভাগেই ট্রাইল ভার্সন। অর্থাৎ কিছুদিন সেগুলো দিয়ে কাজ করা যাবে অথবা করা গেলেও সেই ফ্রি সফটওয়ার গুলোর কিছু লিমিটেশন আছে। যেমন ইচ্ছা মত সব পেইজের বা ফাইলের কাজ করতে পারবেন না। ফ্রি সফট্ওয়ার বা ট্রায়াল ভার্সন দিয়ে অল্প কিছু পেইজ জোড়া লাগাতে পারবেন। আর তাছাড়া ফ্রি সফটওয়ার ডাউনলোড করতে হবে আবার সেগুলো ইনিষ্টল করা এগুলো বেশ ঝামেলার কাজ।

সেক্ষেত্রে ঝামেলা ছাড়া খুব সহজেই কাজটি করতে পারেন। তার জন্য আপনার শুধু মাত্র ইন্টারনেট কানেকশন থাকলেই যথেষ্ট। কাজটি করতে এই লিঙ্কে ক্লিক করুন। যে ওয়েব সাইট আসবে, এখান থেকে সহজেই অনলাইনে আপনি পছন্দ মত আপনার পি.ডি. এফ ফাইলগুলো জোড়া লাগাতে বা একত্র করতে পারবেন। তাছাড়া এই সাইট থেকে আপনি পি.ডি.এফ বিভিন্ন ফরমেটে কনভার্টও করতে পারবেন।

পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। পোষ্টটি আপনার কাজে লেগে থাকলে আমার লেখাটি সার্থক। আর লেখাটি ভাল লাগলে শেয়ার করুন।

প্রতিনিয়ত সব নতুন পোষ্টের আপডেট ফেসকুকে পেতে আমার পেইজ লাইক ও ফলো করুন।

ফেসবুক পেইজঃ www.facebook.com/oneclick4alls



BD-[C:G.Phon]affwk32-bdgm16-smartphones_300x250

1 comment:

Thanks for comment