আমরা পিসিতে অথবা এন্ড্রয়েড এর
ফেসবুক এ্যপসে সহজেই @
চিহ্ন ব্যবহার করে কারো নাম ট্যাগ বা mention
করতে পারি। কিন্তু যারা অপেরা মিনি ব্যবহার করি তাদের ক্ষেত্রে এভাবে সেটা আর করা যায়
না। মন খারাপ করার কিছু নেই। অপেরা মিনি ব্যবহার করেও আপনি আপনার কমেন্ট বা স্টাটাসে
আপনার বন্ধুদের নাম ট্যাগ/mention করতে পারবেন। কিভাবে সেটা করবেন জানা যাকঃ
১। প্রথমে যে বন্ধুর নাম আপনার
কোন স্টাটাস বা কমেন্টে ট্যাগ বা mention করতে চান সেই বন্ধুর প্রফাইল ID টা কপি করতে
হবে।
প্রফাইল ID কিভাবে পাবেন?
ক) প্রফাইল ID পেতে হলে তার প্রফাইলে
যান, তারপর address bar এর URL থেকে ঐ বন্ধর প্রফাইল ID টা পেয়ে যাবেন। যেমনঃ
www.facebook.com/profile.php?id=100000203439316
“id=” এর পর যে নম্বর গুলো আছে সেটা
প্রফাইল ID। অর্থাৎ এখানে প্রফাইল ID টা হল 100000203439316
খ) কারো যদি user name সেট করা
থাকে তাহলে প্রফাইলে গেলে তার প্রফাইল ID এর বদলে তার user name দেখাবে। সেক্ষেত্রে তার প্রফাইল পিকচারে ক্লিক করুন
তারপর নিচের address মত url পাওয়া যাবেঃ
https://www.facebook.com/photo.php?fbid=100000203439316&set=a.
এক্ষেত্রে fbid= এর পর যেটা আছে
সেটাই প্রফাইল ID। এখানে 100000203439316 টা প্রফাইল ID।
২। এখন স্টাটাসে অথবা কমেন্টে
বন্ধুর নাম ট্যাগ বা mention করতে নিচের format অনুযায়ী লিখতে হবে। যেমনঃ --------
@[Profile ID:] যা স্টাটাসে বা
কমেন্টে লিখতে চান সেটা
@[100000203439316:] দোস্ত কেমন
আছো?
0 comments:
Thanks for comment