অনেক সময় দেখা যায় পেনড্রাইভ কম্পিউটারে লাগানোর পর সেটা শর্টকাট হয়ে গেছে৷ পেনড্রাইভে আর ঢোকা যাচ্ছে না৷ এই সমস্যার সমাধান করতেঃ ---
পেনড্রাইভকে কম্পিউটারে যুক্ত করুন৷ ড্রাইভ লেটারটি দেখে নিন। তারপর Start থেকে Run-এ যান (Win+R) । রানে এসে লিখতে হবে CMD৷ এন্টার করুন৷ এবারে attrib -h -r -s /s /d j:\/*.* কমান্ডটি লিখুন৷ এখানে J-এর জায়গায় আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে এন্টার করুন৷ কাজ শেষ। এখন আপনার পেনড্রাইভ পরীক্ষা করে দেখুন, সমাধান হয়ে গেছে।
0 comments:
Thanks for comment