কিশোর কল্পবিজ্ঞান সমগ্র - সুনীল গঙ্গোপাধ্যায় এই সমগ্রটিতে রয়েছে ৫ টি উপন্যাস এবং ৩৭ টি গল্প।সুনীল গঙ্গোপাধ্যায় ছোটদের নিয়ে অনেক কিছু লিখেছেন।সন্তু-কাকাবাবু ছাড়াও তার অদ্ভুত একটি চরিত্র নীলমানুষ।রয়েছে দীপ-রনজয় কিংবা বিশ্বমামা।এদের কাজকর্ম সবই কল্পনা আর বিজ্ঞানের মেলামিশি।৫ টি রোমাঞ্চকর কল্পবিজ্ঞানের উপন্যাস আর এই অদ্ভুত সব চরিত্রের কাণ্ডকারখানায় ভরা ৩৭ টি গল্প।
0 comments:
Thanks for comment