চুল পাকা থেকে মুক্তির কিছু উপায়ঃ
- হরতকি ও মেহেদি পাতার সঙ্গে নারিকেল তেল দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে চুলে লাগিয়ে ২ ঘন্টা পরে ধুয়ে ফেলতে হবে।
- আমলকির রস, বাদামের তেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন চুলে লাগালে চুল পাকা কমে যাবে।
- চুল সাদা হওয়ার শুরুতে হেনা, ডিমের কুসুম ও টক দই এক সঙ্গে মিশিযে প্যাক তৈরি করে চুলে লাগালে চুল পাকা থেকে রক্ষা পাওয়া যাবে।
- নারিকেল তেল গরম করে মাথার তালুতে ভালো করে ম্যাসেজ করলে চুলের প্রয়োজনীয় পুষ্টি সঙ্গে সঙ্গে চুল সাদা হওয়ার হাত থেকে মুক্তি পাওয়া যাবে।
- চুলে যেন সরাসরি রোদ না লাগে সেজন্য বাইরে বের হলে ছাতা, ক্যাপ বা উড়না দিয়ে চুল ঢেকে রাখা জরুরি।
- চুলের ধরণ অনুযায়ী ভালো ব্রান্ডের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যাবহার করুন। চুলের ক্রিম, জেল, কালার ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।
- ধুমপান পরিহার করে নিয়মিত পানি, ফলমুল, রঙিন শাকসবজি ও পুষ্টিকর খাবার খেলে চুল সাদা হবে না বরং চুল হবে সুন্দর এবং চকচকে।
0 comments:
Thanks for comment