বেশীর ভাগ অ্যান্ড্রয়েড ব্যাবহারকারী
বন্ধুরা রিদ্মিক কি বোর্ড ব্যাবহার
করেন ৷ আজ আমি আর একটা বাংলা কি-বোর্ডের
সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। কি-বোর্ডটার নাম হলঃ MultiLing keyboard.
এই কি বোর্ড মাত্র ৯০০ কিলো-বাইটের, কিন্তু পৃথীবির এমন কোনো ভাষা নেই যা এই কি বোর্ডে সাপোর্ট করেনা ৷ আপনার ডিভাইসেও এত ভাষা সাপোর্ট করেনা যত ভাষা এই কি বোর্ডে সাপোর্ট করে, মোট ১৭৬ রকম ভাসা সাপোর্ট করে, আরবি ভাষা সহ ৷
এই কি বোর্ড মাত্র ৯০০ কিলো-বাইটের, কিন্তু পৃথীবির এমন কোনো ভাষা নেই যা এই কি বোর্ডে সাপোর্ট করেনা ৷ আপনার ডিভাইসেও এত ভাষা সাপোর্ট করেনা যত ভাষা এই কি বোর্ডে সাপোর্ট করে, মোট ১৭৬ রকম ভাসা সাপোর্ট করে, আরবি ভাষা সহ ৷
রিদ্মিকের সব ফন্ট
তো পুরো পুরি সামনেই
থাকেনা, বারে বারে এ্যারো
চেপে চেপে অক্ষর খুজতে
হয় ৷হয়তো অনেকে এভাবে
রিদ্মিকে লিখতে অসুবিধা বোধ
করেন তারা MultiLing keyboard টা ব্যাবহার করে
দেখতে পারেন ৷
আমার বিশ্বাস যদি কেউ এটা কদিন ব্যাবহার করে তাহলে সে আর অন্য কোনো কি বোর্ডের নাম করবে না ৷মন চাইলে ব্যাবহার করে দেখতে পারেন ৷
ইনিষ্টলেশন পদ্ধতিঃ
১। ডাউনলোড করা জিপ ফাইলটি আনজিপ করে MultiLing Keyboard এবং MaltiLang bangla plugin নামে দুইটা এ্যপস পাবেন, আপনার মোবাইলে সেই apps দুটোই ইনিষ্টল করুন ৷
২। Enable MultiLang ক্লিক করে MultiLang keyboard অপশনে টিক দিন ৷
৩। Switch IME to MultiLang ক্লিক
করে আবার MultiLang keyboard অপশনে টিক দিন ।
৪। Enable language ক্লিক করে আপনার দরকারি
ভাষায় টিক দিয়ে দিন
৷
টাইপ করার সময় স্পেস বাটন কিছুক্ষন চেপে ধরলেই ভাষা পরিবর্তন মেনু আসবে, আপনি আঙুল না তুলে যে ভাষাটি দরকার সেটার উপরে swipe করে ওই ভাষার পরে রাখলেই হবে ৷ অথবা স্পেসবারের ডানে অথবা বামে swipe করলেও হবে।
আর একটা কথা টাইপ করার সময় বারে বারে এ্যারো চাপার দরকার নেই আপনার যেটার দরকার সেটার উপরে কিছু কিছুক্ষন চেপে ধরে রাখলেই উপরের ছোট অক্ষরটা আসবে।
0 comments:
Thanks for comment