যদি আপনার উইনডোস ৭ -এ এমন হয় যে আপনি যখন কোন ছবির ফোল্ডার ওপেন করছেন তখন কোন থাম্বনেইল ভিউ (thumbnails view) দেখতে পারছেননা, শুধু মাত্র ছবির icon গুলো দেখতে পারছেন, কিন্তু ডবল ক্লিক করলে ছবি গুলো view হচ্ছে তবে ঘাবড়াবেন না, মাথার চুল গুলো না ছিড়ে, এদিক ওদিক ঘাটা ঘাটি না করে নিচের কিছু সহজ step ফলো করুন তাহলে খুব সহজে তার সমাধান পাবেন।
১. প্রথমে control panel যান।
৩। system এ ক্লিক করলে নিচের চিত্রের মত advance system setting নামে একটা অপশন পাবেন, সেটাতে ক্লিক করুন।
৪। advance system setting টাতে ক্লিক করুন। তাহলে নিচের চিত্রের মত একটা ডায়ালগ বক্স পাবেন, সেখান থেকে চিত্রে চিহ্নিত setting বটনে ক্লিক করুন।
৫। setting টাতে ক্লিক করলে, আরোও একটা ডায়ালগ বক্স আসবে, সেখানে বেশ কিছু অপশন আছে, সেগুলোর ভেতর থেকে show thumbnails instead of icons (চিত্রে চিহ্নিত) এই অপশনটাতে টিক দিয়ে apply বটনটাতে ক্লিক করুন।
ব্যস কাজ শেষ। :) :) এবার বের হয়ে এসে আবার আপনার ইমেজ ফোল্ডারটি ওপেন করে দেখুন এখন আপনি ছবির icon গুলোর thumbnails view দেখতে পারছেন।
0 comments:
Thanks for comment