আমরা অনেক সময়
বিভিন্ন সিনেমা বা ভিডিও নেট থেকে ডাউনলোড করি। কিছু কিছু সাইটে কখনও কখনও দেখা যায়
যে সম্পূর্ণ সিনেমা বা ভিডিওটা একটা Single File থাকে না। অর্থাৎ পুরো সিনেমাটা কয়েকটা
ভাগে ভাগ করা থাকে। প্রত্যেকটা ভাগ (part) আলাদা আলাদা করে ডাউনলোড করতে হয় পুরো সিনেমাটা
দেখার জন্য। আবার ডাউনলোড করার পর দেখা যায় শুধুমাত্র প্রথম পর্বটাই (part-1) প্লে
(play) হচ্ছে কিন্তু বাকি গুলো প্লে হয়না। এমন কি কোন ভিডিও ফাইলের মত্ আইকোন বা ফরমেটও
দেখায় না। এখন উপায়? এত কষ্ট করে, MB খরচ করে ডাউনলোড করা সিনেমাটা দেখতে পারবনা! মনটা
খারাপ হয়ে যাওয়াটায় স্বাভাবিক। কিন্তু মন খারাপ করার কোনই কারণ নেই, কেননা এমন সব খন্ড
খন্ড পর্বে বিভক্ত ডাউনলোড করা ভিডিও ফাইলগুলেকে একটা সিঙ্গেল (Single) ফাইলে খুব সহজেই
কনভার্ট করা যাবে hjsplit নামে মাত্র ১৯০KB এই ছোট একটা সফটওয়ার দিয়ে। সফটওয়ারটি ডাউনলোড
করতে এখানে ক্লিক করুন।
১। ভিডিও ফাইল
বা সিনেমার যেসব খন্ড খন্ড (part) ফাইল ডাউনলোড করেছিলেন সেসব ফাইলগুলো একসাথে একটা
ফোল্ডারে রাথুন।
২। hjsplit সফটওয়ারটা
ডাউনলোডের পর আনজিপ করে ইনিষ্টল করুন।
৩। hjsplit রান
করার পর Join –এ ক্লিক করুন।
৪। পরে যে উইনডোটা
আসবে সেখানে input file এ ক্লিক করুন। এবং খন্ড খন্ড (part) ফাইলগুলো ডাউনলোড করে একসাথে
যে ফোল্ডারে রেখেছেন সে ফোল্ডারের পার্থ বা সোর্সটা দেখিয়ে দিন।
৫। এবং
Output এ ক্লিক করে দেখিয়ে দিন যে আপনার খন্ড খন্ড ফাইলগুলো জোড়া লাগিয়ে যে Single
ফাইলটা হবে সেটা কোথায় রাখবেন।
৬। সর্বশেষ
Start এ ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ,
কিছু সময় অপেক্ষা করুন, তারপর দেখবেন আপনার ডাউনলোড করা খন্ড খন্ড বিভিন্ন পর্বে বিভক্ত ভিডিও বা সিনেমাটা একটা সম্পূর্ণ
ফাইলে পরিণত হয়ে গিয়েছে। আর দেরি করছেন কেন? এখন আপনার ভিডিওটা প্লে করে ইনজন করুন।
** hjsplit সফটওয়ারটা
দিয়ে আপনি চাইলে অনেক বড় ভিডিও ফাইল বিভিন্ন ছোট ছোট খন্ডে ভাগ করতে পারবেন।