কিছু গুরুত্বপূর্ণ টিপস্

১) গলায় মাছের কাঁটা আটকে গেলে ভয় পাবেন না । অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমে যাব।. 
২) পিঁপড়া শশা অপছন্দ করে। পিঁপড়ারউপদ্রবে শশা ব্যবহার করে দেখতে পারেন।. 
৩) ডিম তাড়াতাড়ি সেদ্ধ করতে গরম পানিতে লবন ব্যবহার করতে পারেন।. 
৪) কাপড়ে চুইংগাম? কীভাবে দূর করবেন? চিন্তার কোন কারন নেই। কাপড়কে এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। চুইংগামের গুষ্টি শুদ্ধ দূর হবে।. 
৫) সাদা কাপড়কে আরো সাদা করতে চান?গরম পানিতে লেবুর টুকরা দিয়ে ১০ মিনিট ডুবিয়ে রাখলেই হবে।. 
৬) কাপড়ে কালি পড়ে গেছে? চিন্তার কারন নেই। টুথ পেস্ট ঢেলে দিন। ভালকরে শুকান। তারপর ধুয়ে ফেলুন। ।।­

0 comments:

Thanks for comment