আমরা অনেকেই একটা
প্রবলেম ফেস করি আর
তা হলো যখন আমাদের
সিডি,ডিভিডি রোম নষ্ট
হয়ে যায় তখন উইন্ডোজ
দিতে প্রবলেম হয় । আজকে
আপনাদের কে একটা ৬এমবির
ছোট সফটওয়ার দারা কিভাবে পেনড্রাইভ
বূটাবল করে পেনড্রাইভ দিয়ে
উইন্ডোজ দেওয়া যায় তা
দেখাবো ।
পেনড্রাইভ বূটাবল করার জন্য
প্রথমেই আপনাকে যা করতে
হবে ,----
১। একটা ভাল পিসি যাতে সিডি,ডিভিডি রোম ভাল তা লাগবে
২। একটা ফ্রেশ উইন্ডোজ৭ /উইন্ডোজ এক্সপি লাগবে
৩। একটা ৮জিবি পেনড্রাইভ পুরাটা খালি থাকতে হবে(ভাইরাস খাকলে সমস্যা হবে)
ইন্সটল দেওয়ার পরে প্রথমে একটা ফ্রেশ উইন্ডোজ৭ /উইন্ডোজ এক্সপি ঠুকাতে হবে তার পরে একটা ৮জিবি পেনড্রাইভ লাগাতে হবে তারপরে ৬এমবির ছোট সফটওয়ার টা রান করতে হবে এ ক্ষেত্রে প্রথমেই উইন্ডোজ৭ /উইন্ডোজ এক্সপি এর ডিস্ক এবং পেনড্রাইভ লাগিয়ে নিতে হবে। তার পরে সফটওয়ার টা রান করলে আপনাকে ২টা ড্রাইভ সিলেক্ট করতে বলবে ১ম সিলেক্ট করতে হবে সিডি,ডিভিডি রোম । ২য়ত সিলেক্ট করতে হবে পেনড্রাইভ ব্যাস আপনার কাজ শেষ এখন আপনি নেক্সট দিবেন আর ১৫থেকে ২০ মিনিট ওয়েট করতে হবে তার পরে পেনড্রাইভ খুলে জে পিসিতে উইন্ডোজ দিতে চান সেই পিসিতে পেনড্রাইভ লাগাবেন এবং পিসি রিস্টার্ট দিবেন এবং এফ২ অথবা ডেল চেপে পিসির বূট মেনূ আনবেন তারপরে ১ম বুট সিলেক্ট করবেন ফ্লাশড্রাইভ এবং এফ১০ দিয়ে সেভ দিয়ে ইন্টার দিযে বের হয়ে আসবেন এবং আগে যে ভাবে উইন্ডোজ দিতেন ঐ নিয়মে উইন্ডোজ দিবেন ।