Windows 7 কে সম্পূর্ণ বিনামূল্যে জেনুইন করুন।

আমরা অনেকেই আছি যারা  Windows 7 ব্যবহার করি। কিন্তু লাইসেন্স কপি ইনিষ্টল না করবার কারনে ৩০ দিন পর ট্রায়েল ভার্সনের সময়সীমা শেষ হয়ে গেলে সিষ্টেম বার বার উইনডোসকে জেনুইন করার জন্য নোটিফিকেশন দেয়। অর্থাৎ ফ্রি ব্যবহারের সময় শেষ, এখন আপনাকে টাকা গুনতে হবে সঠিক ভাবে  Windows 7 অপারেটিং সিষ্টেমটি ব্যবহার করার জন্য।
আর সেজন্যই বার বার নোটিফিকেশন পাবেন অপারেটিং সিষ্টেমটি একটিভ করার জন্য। "Active later" এই অপশনে ক্লিক করে বার বার আপনিও পাশ কাটিয়ে যাবার চেষ্টা করবেন হয়ত। কিন্তু এটা যেমন ঝামেলার ঠিক তেমনি এটা করলে আপনি আপননার সিষ্টেমর সঠিক কর্মদক্ষতাটাও সঠিক ভাবে ব্যবহার করতে পারবেননা। আর তাই এই ঝামেলার হাত থেকে মুক্তি পেতে আর আপনার  অপারেটিং সিষ্টেমটি জেনুইন করতে আপনাদের জন্য এই টিপসটি নিয়ে এলাম। অনেকের হয়ত বিষয়টি আগে থেকে জানা থাকতে পারে, কিন্তু যাদের জানা নেই আশা করি তাদের জন্য এটা অনেক কাজে লাগবে।

১। প্রথমে নিচের লিংক থেকে Windows Loder ফাইলটি ডাউনলোড করে নিন। 
২। আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে যেয়ে Firewall  সেটিং থেকে Turn off Firewall নির্বাচন করে  Firewall টা অফ করে দিন। এরপর ইন্টারনেট কানেকশন একটিভ থাকলে সেটি বন্ধ করুন।

৩। ডাউনলোড করা Windows Loder জিপ ফাইলটি আনজিপ করে নিন। 

(আনজিপ করতে না পারলে win rar  সফটওয়ারটা ফ্রি ডাউলোড করে ডাবল ক্লিক করে সহজেই ইনিষ্টল করে নিতে পারেন। তাহলে আপনি যেকোন rar অথবা zip ফাইল সহজেই আনজিপ করতে পারবেন।)
 
৪। Windows Loder ফাইলটি আনজিপ করার পর Windows Loader নামে যে ফাইলটা আছে সেটাতে ডাবল ক্লিক করে লোডারটা রান করবার অনুমুতি দিন। ইনিষ্টল করুন।

৫। ইনিষ্টল শেষে পিসি রিস্টার্ট করতে বলবে। রিষ্টার্ট দিন।

----- সাবাস !!! আপনি আপনার Windows 7 কে জেনুইন করে ফেলেছেন। 
এখন থেকে আর আপনার কাছে বার বার Windows একটিভ করার নোটিফিকেশন আসবেনা।