বর্ষাকালে ত্বকের যন্ত

আর কিছুদির পরই শুরু হতে যাচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল আমাদের অনেকেরই দারুণ প্রিয়। তবে আবহাওয়ার এ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের যে বদল হয় সেই খেয়াল কি আমরা রাখি? বর্ষায় ত্বকের যত্ন নিতে আসুন জেনে নিই ছোট্ট সহজ কিছু টিপস, দিয়েছেন লরিয়েল বিউটি পার্লারের বিউটি এক্সপার্ট শম্পা চৌধুরি। 
বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। এ কারণে জন্ম নেয় ছত্রাক। ফলে ত্বক ও চুল নিষ্প্রাণ হয়ে যায়। ত্বকে ছত্রাক জন্মানোর কারণে ব্রণ হয়। ত্বক দেখতে মাঝেমধ্যে নিষ্প্রাণ লাগে। এ কারণে যতটা সম্ভব ত্বক পরিষ্কার রাখতে হবে। এতে দুটো উপকার পাবেন। মরা চামড়া দূর হবে এবং ত্বকের ছিদ্রে অক্সিজেন যাবে। মরা চামড়া দূর করার জন্য সপ্তাহে একবার স্ক্রাব ব্যবহার করুন। ঘরেই বানিয়ে নিতে পারেন স্ক্রাবটি: চালের গুঁড়া, লেবুর রস, শসার রস ও গাজরের রস-এই উপকরণগুলো মিশিয়ে এক মিনিট ধরে ম্যাসাজ করুন। অ্যালার্জি না থাকলে একটু কাঁচা হলুদ বা নিমপাতা মিশিয়ে নিন। অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে। ত্বক ঠিক রাখতে এবং উজ্জ্বলতা বাড়াতে দিতে পারেন এই মাস্কটি : একটি পাকা কলা, এক টেবিল চামচ চালের গুঁড়া বা ময়দা ও দুই টেবিল চামচ পাকা পেঁপে মিশিয়ে ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। শুষ্ক ত্বকের অধিকারীরা নিচের মিশ্রণটি লাগাতে পারেন। পরিমাণ মতো দুধ ও মধু মেশান। সঙ্গে নিন পেঁপে ও কলার মিশ্রণ। মিশিয়ে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন মুখে। তবে যাদের ত্বক স্বাভাবিক, তাদের এই প্যাকটির দরকার হবে না। বাতাসে আর্দ্রতার কারণে ছত্রাক জন্ম নেয়। ফলে খুশকির উপদ্রব হয়। পাশাপাশি আরেকটি সমস্যা হলো_ এই ঋতুতে চুলের গোড়া নরম থাকার কারণে চুল পড়ে বেশি। সপ্তাহে দুবার না হলেও একবার চুলে ম্যাসাজ দেওয়া উচিত। নারিকেল তেল গরম করে এর সঙ্গে দিন লেবুর রস। চুলের গোড়ায় দিয়ে আলতো হাতে কিছুক্ষণ ঘষতে হবে। এতে মরা চামড়া বা খুশকি চলে যাবে। একটি তোয়ালে গরম পানিতে চুবিয়ে ১০ মিনিট মাথায় পেঁচিয়ে রাখুন। চুলের গোড়া শক্ত হবে। মাস্ক : টক দই, মেথির গুঁড়া, নিমপাতা ও একটি ডিম ব্লেন্ড করে সপ্তাহে একদিন মাথায় দিতে পারেন। রাখতে হবে ২০-৩০ মিনিট। বর্ষায় যতটা সম্ভব ফ্যাশন উপকরণ চুলের আশপাশে না আনাটাই ভালো। রিবন্ডিং, স্পাইরাল বাইন্ডিং, আয়রন ও চুলের রং ব্যবহারে ক্ষতিই হবে চুলের।

অনুলিখন : ফাহমিদা আক্তার