যে ঝুঁকি রেখে গেল এক্সপি!

৮ এপ্রিল শেষ হয়ে গেল মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির সব হালনাগাদ সেবা। মাইক্রোসফটের এই পদক্ষেপে বিপদের ঝুঁকিতে পড়ে গেলেন অনেক এক্সপিনির্ভর কম্পিউটার ব্যবহারকারী। বিশ্বের প্রায় ৩০ শতাংশ কম্পিউটারে এখনও এক যুগ আগের এক্সপি অপারেটিং সিস্টেমটি ব্যবহূত হচ্ছে।
এক্সপির হালনাগাদ সেবা বন্ধে ব্যবহারকারীদের জন্য কী ঝুঁকি থাকল? যুক্তরাষ্ট্রের কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান নিওপসিসের পরামর্শক প্যাট্রিক থমাস জানিয়েছেন, ‘সাইবার দুর্বৃত্তদের এখন আকর্ষণীয় হয়ে উঠবে নিরাপত্তা বলয়হীন এক্সপি।’
২০০১ সাল থেকে মাইক্রোসফট মাত্র কয়েকটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছে। কিন্তু এক্সপির জনপ্রিয়তা ও স্থায়িত্ব এক যুগেরও বেশি সময় ধরে টিকে থেকেছে। বিশ্লেষকেরা বলেন, কোনো কম্পিউটার যদি পাঁচ বছরের বেশি সময় ধরে টিকে থাকে তবে ধরে নিতে হবে তাতে অবশ্যই এক্সপি রয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, এক্সপি অপারেটিং সিস্টেম চালিয়ে যেতে আপাতত কোনো সমস্যা নেই। তবে মাইক্রোসফট দাবি করেছে, তাদের কাছ থেকে এক্সপি ব্যবহারকারীরা আর কোনো নিরাপত্তা আপডেট, বাগ সমস্যার সমাধান বা কারিগরি কনটেন্টের কোনো আপডেট আশা করতে পারবেন না। নতুন সংস্করণের উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলোর ব্যবহার বাড়াতেই এক্সপিকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট অবশ্য তাঁদের দীর্ঘদিনের বন্ধু এক্সপি ব্যবহারকারীদের আশাহত করেনি। মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৫ সালের ১৪ জুলাই পর্যন্ত উইন্ডোজ এক্সপির জন্য অ্যান্টি-ম্যালওয়্যার আপডেট দিয়ে যাবে তারা। তবে এই আপডেট দীর্ঘদিনের পুরোনো এই অপারেটিং সিস্টেমে মাইক্রোসফটের অ্যান্টি-ম্যালওয়্যার আপডেট কতোটা কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।
শিল্প বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাইক্রোসফটের এক্সপির সেবা বন্ধ করার পদক্ষেপ শিল্প প্রতিষ্ঠানের জন্যও বিশাল ঝুঁকি রেখে গেল। ব্যক্তিগত কম্পিউটার থেকে শুরু করে বড় বড় শিল্প প্রতিষ্ঠানে, পাওয়ার প্ল্যান্টে, ছোট ছোট ব্যবসা উদ্যোগে এমনকি চিকিত্সকেরাও এক্সপি ব্যবহার করছেন। এক্সপি নির্ভরযোগ্য অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ভিস্তা, সাত কিংবা আটে আপগ্রেড করার পরিবর্তে অনেকেই থেকে গেছেন এক্সপিতেই।
কম্পিউটার নিরাপত্তা পণ্য নির্মাতা ম্যালওয়্যারবাইটের প্রধান নির্বাহী মার্চিন ক্লেজনিস্কি জানিয়েছেন, বাগ ঠিক করার জন্য মাইক্রোসফটের প্যাচ ছাড়া এক্সপি চালিত পিসিগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকবে এবং ঘন ঘন ক্রাশ করবে। এ ছাড়াও নিরাপত্তা আপডেটের ভভাবে হ্যাকারদের জন্য এক্সপি আক্রমণ সহজ হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা অবশ্য জানিয়েছেন, যে হারে ম্যালওয়্যার আক্রমণের পূর্বাভাস দেওয়া হচ্ছে সেভাবে আক্রমণ না ঘটতেও পারে। ঠিক ৮ এপ্রিলের পরই আক্রমণ শুরু হবে এটা ভাবা ঠিক নয়, ধীরে ধীরে উইন্ডোজ এক্সপিতে আক্রমণ বাড়তে পারে।
পাঠকদের মতামত
প্রথম আলো ডটকমে প্রকাশিত ‘আজ থেকে বন্ধ এক্সপির হালনাগাদ’ খবরটিতে এক পাঠক মন্তব্য অংশে প্রশ্ন করেছেন, ‘‘আমি যদি ইন্টারনেট না চালাই, শুধু অফিস, গান, ভিডিও, ফটোশপ চালাই তাতে কী কোনো অসুবিধা হবে?’’
পাঠকদের অনেকেই তাঁকে আশ্বত্ব করেছেন যে এক্সপি ব্যবহারে কোনো অসুবিধা হবে না। একজন অ্যান্টি ভাইরাস ব্যবহারের পরামর্শও দিয়েছেন। অমিত কুমার নামের এক পাঠক তাঁর মন্তব্যে সতর্ক করে বলেছেন, ‘‘চলবে কিন্তু আপনার কম্পিউটার বাইরের জগত্ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। অ্যান্টিভাইরাস আপডেট হবে না, চালাতে পারবেন না। পুরোনো ফায়ারওয়াল ভালোভাবে কাজ করবে না। ইউএসবি, সিডি/ডিভিডি, নতুন কোনো সফটওয়্যার, ফটোশপ, নতুন নতুন ফিচার ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়বেন। পুরোনো সফটওয়্যার ভাইরাস হিসেবে পরিণত হবে।’’
ঝুঁকি থেকে রক্ষার পথ
এক্সপিতে ম্যালওয়্যার ঝুঁকি থেকে সুরক্ষা পেতে উইন্ডোজের নতুন সংস্করণ ব্যবহারেরও পরামর্শ দিয়ে আসছে মাইক্রোসফট । মূলত নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এবং সাইবার হামলাকারীদের হাত থেকে রক্ষা পেতে এক্সপি হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, যেহেতু নিরাপত্তার বেশ কিছু দিক উন্মুক্ত হয়ে যাবে এবং মাইক্রোসফটও কোনো হালনাগাদ দেবে না, তাই এক্সপি থেকে উইন্ডোজের নতুন সংস্করণে হালনাগাদ করে ফেললে নিরাপদ থাকা যাবে। এ ছাড়া উইন্ডোজের নতুন সংস্করণগুলোতে আরও উন্নত সুবিধা, নিরাপত্তাব্যবস্থা ইত্যাদি বেশ সক্রিয় বলেও ব্যবহারকারীরা নিরাপদেই থাকবেন। যাঁরা এক্সপি থেকে নতুন সংস্করণে হালনাগাদ করতে চান, তাঁরা মাইক্রোসফটের ওয়েবসাইটে থাকা বিশেষ টিউটোরিয়াল দেখে নিতে পারেন। বিস্তারিত: (http://windows.microsoft.com/en-us/eos)।
যাঁরা উইন্ডোজ হালনাগাদ করতে পারবেন না বা নতুন পিসি কিনতে পারবেন না তাদের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে থার্ড পার্টি বা তৃতীয় পক্ষের নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করে এক্সপির ব্যবহার চালিয়ে যেতে পারেন। তবে উইন্ডোজ এক্সপির জন্য নিরাপত্তা সফটওয়্যার বা এর প্রয়োজনীয় উপকরণ পাওয়ার জন্য খুব কম সাইট, প্রোগ্রাম বা সেবা খুঁজে পাওয়া যাবে।
যাঁদের পিসিতে হার্ডওয়্যারের কারণে হালনাগাদ উইন্ডোজ সমর্থন করবে না তাঁদের ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে দেখার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
(সংগ্রহ: প্রথম আলো)