আমরা অনেকেই নতুন পিসি বা ল্যাপটপ কেনার পর পুরাতন হোম পিসি থেকে ছবি,
গান, ভিডিও ইত্যাদি ফাইল সমুহ ট্রান্সফার করার জন্য সাধারনত পেন ড্রাইভ,
পোর্টেবল হার্ডড্রাইভ বা ডিভিডিতে বার্ন করে ডাটা ট্রান্সফার করে থাকি। এটি
একটি খুবই সিম্পল কপি-পেষ্ট এর কাজ এবং আমি মনে করি না এর জন্য আমাদের এত
সময়, পেন ড্রাইভ বা পোর্টেবল হার্ডড্রাইভ কেনার জন্য টাকা খরচ করার কোন
দরকার আছে। একটি অতি সহজ এবং দ্রুত পদ্ধতি আছে যার মাধ্যমে খুবই সহজে এই
দুই কম্পিউটার এর মধ্যে ডাটা, প্রিন্টার, ইন্টারনেট এবং নেটওয়ার্ক গেমস
ইত্যাদি শেয়ার করা যায়। আজকাল শেয়ার শব্দটি ইন্টারনেট জগতে সবারই খুব
পরিচিত একটি শব্দ। তাহলে কেন
নিজের কম্পিউটারে এই শেয়ার শব্দটি ব্যবহার
করবো না????
নিচে আমি যে পদ্ধতি দেখাবো তার মাধ্যমে আপনি খুব
সহজেই দুটি পিসির মধ্যে ডাটা শেয়ারিং করতে পারবেন। আমার দেখানো এই
নেটওয়ার্কিং এর মাধ্যমে আপনি ডাটা, প্রিন্টার, ইন্টারনেট, গেমস ইত্যাদি
শেয়ার করতে পারবেন। এই পদ্ধতিতে আপনার কোন হাব, সুইচ বা রাউটার এর প্রয়োজন
হবে না। শুধুমাত্র একটি ক্রসওভার ক্যাবল হলেই চলবে।
খেয়াল করুন,
আপনি এর মাধ্যমে দুটি ডেক্সটপ/ল্যাপটপ বা একটি ল্যাপটপ ও একটি ডেক্সটপ এর
মধ্যে ডাটা শেয়ারিং তৈরী করতে পারবেন যদিও তাতে একই অপারেটিং বা ভিন্ন
অপারেটিং সিস্টেম ইন্সটল করা থাকলেও, ফাইল শেয়ারিং করতে পারবেন।
প্রয়োজনীয় যন্ত্রপাতি:
স্কুল
কলেজে যে রকম পড়ে এসেছেন যে, রসায়ন বিদ্যা বা পদার্থ বিদ্যা এর কোন
পরীক্ষা করার সময় প্রয়োজনীয় যন্ত্রপাতি দরকার হয়। তেমনি এই পোষ্টটি যদি
কার্যকরণ করতে চান, তাহলে নিচে উল্লেখিত যন্ত্রপাতি দরকার হবে।
১. দুইটি কম্পিউটার – হতে পারে তা দুটি ডেক্সটপ / দুটি ল্যাপটপ / একটি ল্যাপটপ এবং একটি ডেক্সটপ ।
২. একটি ইথারনেট ক্রসওভার কেবল: ক্রস ওভার ক্যাবল, দুটি পিসি কে হাব, সুইচ বা রাউটার ব্যতিত সরাসরি সংযোগ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। একটু খেয়াল করুন,
সাধারনত ইথারনেট ক্যাবল গুলোর (যাকে আমরা ল্যান ক্যাবল ও বলে থাকি) দুটি
মাথায়, তার গুলো একই ভাবে সাজানো থাকে অর্থাৎ তাদের দুটি মাথায়ই তারের রং
গুলি মিল থাকে। নিচের ছবিতে দেখানো তারের নম্বর এর দিকে খেয়াল করলেই বুঝতে
পারবেন।
কিন্তু
ক্রসওভার কেবলে সর্বমোট তার থাকবে চারটি যার প্রথম এবং তৃতীয় তার ( বা দিক
হতে ডানদিকে গুনে ) এবং দ্বিতীয় এবং ষষ্ঠ নং তার ক্রস করা থাকে। অর্থাৎ এর
এক মাথার প্রথম তার অপর মাথার তৃতীয় তারে সংযুক্তি হবে এবং অপর মাথার
প্রথম তার এই মাথার তৃতীয় তারের সাথে সংযুক্তি হবে। ছবিটি খেয়াল করুন । নম্বর দিয়ে খুব সুন্দর ভাবে দেখাতে চেষ্টা করেছি।
কোথায় পাবেন:
যেকোন কম্পিউটার এর দোকানে গিয়ে বলবেন যে, আমাকে এক বা দু মিটার ক্রসওভার
ইথারনেট ক্যাবল দিন বা বানিয়ে দিন যাতে আমি দুটি পিসির মধ্যে কোন সুইচ, হাব
বা রাউটার বাদেই ডাটা শেয়ার করতে পারি। তারা সেই ক্যাবল বানিয়ে দিলে, আপনি
হাতে নিয়ে তারের লেআউট দেখলেই বুঝতে পারবেন, যা আমি উপরে ছবি সহ বলেছি।
দারুন তাই না !
৩. নেটওয়ার্ক এ্যাডাপ্টার:
দুটি পিসিতেই নেটওয়ার্ক এ্যাডাপ্টার থাকতে হবে। বর্তমানের কম্পিউটার গুলোর
মাদারবোর্ডে বিল্টইন নেটওয়ার্ক কার্ড থাকে। তাই যাদের আছে তাদের আর আলাদা
নেটওয়ার্ক কার্ড কিনতে হবে না। তবে খেয়াল রাখতে হবে যেন মাদারবোর্ডের সিডি
বা নেটওয়ার্ক কার্ডের ড্রাইভার পিসিতে সঠিক ভাবে ইন্সটল করা থাকে।
কিভাবে দুটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করবেন:
এটি
একটি বড় পোষ্ট। আমি বিস্তারিত ভাবে লেখার চেষ্টা করেছি। যাতে যেকেহ আমার
পোষ্ট পড়ে খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারে। আপনার হতে যদি পড়ার মত
প্রয়োজনীয় সময় না থাকে, তাহলে পরে, সময় নিয়ে পড়ুন।
আবার
পোষ্ট এর বিষয়ে ফিরে আসি। কিভাবে দুটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন
করবেন এটাই হলো আসল কাজ। শুনতে সহজ মনে হলেও দুটি পিসিতে এই সংযোগ তৈরী
করা কিন্তু এত সহজ নয়। এর জন্য দুটি পিসিতেই আইপি কনফিগারেশনের একটা
ব্যাপার আছে। তো চলুন দেখি নিচের পদ্ধতি অনুসরন করে, কিভাবে দুটি পিসি একে
অপরের সাথে কথা বলাতে পারবো….
১. দুটি পিসির ইথারনেট পোর্টে ক্রসওভার ক্যাবল এর এক মাথা করে প্লাগইন করার মাধ্যমে সংযুক্ত করুন। ছবি দেখুন:
২.
এখন দুটি পিসির নেটওয়ার্ক সেটআপ করবো। এক্সপিতে Start > Connect to
> Show all connection এ গিয়ে Local area connection এ মাউস এর রাইট
ক্লিক করে প্রোপার্টিজ এ যান।
এখন
Internet protocol (TCP/IP) তে ডাবল ক্লিক করুন। এর প্রোপার্টিজ আসবে।
General ট্যাবের অন্তর্ভুক্ত Use the following IP address: এ ক্লিক করুন।
তারপর IP address এর যায়গায় 192.168.1.1 ( 192.168.1.2 দ্বিতীয় পিসির
জন্য ) লিখুন। এখন Subnet mask এর ঘরে 25.255.255.0 ( দুটি পিসির জন্য একই )
বসান। এরপর Default gateway এর ঘরে অপর পিসির আইপি এড্রেস বসান। এর পর Ok
প্রেস করুন।
উইন্ডোস সেভেনে আইপি এড্রেস পরিবর্তন করার জন্য ক্লিক
করুন Start->Connect to->View network computers and
devices->Network and sharing center. Select Manage Network
Connections, press properties button under Local Area Connection. Select
Internet Protocol version4(TCP/Ip4) and press properties button. এখন
The internet Protocol (TCP/IP) এর প্রোপার্টিজ এর ডায়ালগ বক্স আসবে।
সেখানে উপরের দেখানো এক্সপি এর নিয়মে আইপি এড্রেস লিখুন। ছবি দেখুন:
একটু সহজ করে দেই । প্রথম পিসির আইপি এড্রেস নিম্নরুপ:
IP address: 192.168.1.1
Subnet mask: 255.255.255.0
Default gateway: 192.168.1.2 (এটা ২য় কম্পিউটারের IP Address)
দ্বিতীয় পিসির আইপি এ্যাড্রেস নিম্নরুপ:
IP address: 192.168.1.2
Subnet mask: 255.255.255.0
Default gateway: 192.168.1.1 (এটা প্রথম কম্পিউটারের IP Address)
৩.
এখন লোকাল নেটওয়ার্কের জন্য একটি ওয়ার্ক গ্রুপ তৈরী করবো। my computer এ
মাউসের রাইট ক্লিক করুন। এখন properties সিলেক্ট করুন। দেখুন সেখানে
Computer Name নামে একটি ট্যাব আছে। সেখান হতে কম্পিউটারের নাম ও
ওয়ার্কগ্রুপের নাম পরিবর্তন করুন। ( নোট: কম্পিউটারের নাম দুই পিসির জন্য আলাদা আলাদা দিতে হবে কিন্তু ওয়ার্কগ্রুপের নাম দুটি পিসিতেই একদম একই দিতে হবে । )
৪. Ok প্রেস করুন এবং দুটি পিসিই রিস্টার্ট দিন।
৫.
এখন আপনার হোম নেটওয়ার্ক, ট্রান্সফার ফাইল, প্রিন্টার শেয়ার এবং সর্বোপরি
নেটওয়ার্ক গেমস খেলার জন্য সম্পুর্ণ প্রস্তুত।এখন এই ক্রসওভার ক্যাবল দিয়ে
দুই কম্পিউটার কানেক্ট করার দরুন, দেখবেন নেটওয়ার্কের জায়গায় অন্য
কম্পিউটার দেখা যাচ্ছে । ছবি দেখুন:
একটা কাজ কিন্তু এখনও বাকি আছে। এখন মাত্র আপনার পিসি দুটি, ফাইল শেয়ারিং এর জন্য তৈরী। পরের কাজ গুলি মনযোগ দিয়ে করুন।
এখন মনযোগ দিন।
ডাটা শেয়ারিং করার জন্য, অর্থাৎ যে কম্পিউটারের ডাটা, অপর পিসিতে শেয়ার
করতে চান, সেই ফোল্ডার বা ড্রাইভে রাইট ক্লিক করুন। এরপর প্রোপার্টিজ এ
গিয়ে শেয়ারিং সিলেক্ট করুন। তারপর If you understand the risk but still
want to share the root of the drive, click here এ ক্লিক করুন ( যেকোন
ড্রাইভের ক্ষেত্রে )। আর ফোল্ডারের ক্ষেত্রে শেয়ারিং সিলেক্ট করার পর
Network sharing and security এর অধীনে Share this folder on the network এ
ক্লিক করে চেক মার্ক দিন। Allow network users to change my files এও চেক
মার্ক দিতে পারেন।
এর পর Apply এ ক্লিক করুন। এখানে একটি সতর্কবার্তা
আসতে পারে যদি আপনার ড্রাইভ বা ফোল্ডারের নাম ১২ ক্যারেক্টারের বেশি হয়।
তাই চেষ্টা করবেন যে ড্রাইভ বা ফোল্ডার শেয়ার করবেন তার নাম যেন ১২
ক্যারেক্টারের মধ্যেই হয়। এর পর ok প্রেস করুন। দেখবেন যে ড্রাইভ বা
ফোল্ডারের আইকনের নিচে একটি হাত এর ছবি আসবে। তার মানে হলো এই ড্রাইভ বা
ফোল্ডারের ডাটা শেয়ার করা সম্ভব। ছবি দেখুন:
আর উইন্ডোস সেভেনের জন্য : ধরুন আপনি Local disk( E ) ড্রাইভটি শেয়ার করবেন।
My computer থেকে Local disk( E ) এ রাইট ক্লিক করুন। এর পর পোপার্টিজ এ ক্লিক করুন। ছবি দেখুন:
Security Tab এ ক্লিক করুন। এর পর Edit এ ক্লিক করুন। ছবি দেখুন:
এরপর Add এ ক্লিক করুন। Enter the object names এ লিখুন Everyone,
এরপর ওকে করে বেড়িয়ে আসুন।
এখন পোপার্টিজ হতে Sharing tab এ যান।
Advance Sharing এ ক্লিক করুন।
Share this folder সিলেক্ট করুন। তারপর ওকে করে, ক্লোজ করে বেড়িয়ে আসুন।
এবার অপর কম্পিউটারে গিয়ে My computer > Network এ যান। প্রথম পিসিতে প্রবেশ করলে আপনি Local Disk (E) দেখতে পারবেন। ছবি দেখুন:
কিভাবে প্রিন্টার শেয়ার করবেন:
প্রিন্টার শেয়ার হলো আপনি এক পিসিতে বসে প্রিন্ট কমান্ড দিবেন, যা প্রিন্ট
হবে একই নেটওয়ার্কের অন্তর্গত অপর পিসিতে লাগানো প্রিন্টার থেকে। এর জন্য
আপনাকে যা করতে হবে তা হল, যে পিসিতে প্রিন্টার আছে তার সেই পিসি হতে
প্রিন্টারে মাউজের রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ যান। Sharing নামে এটি
ট্যাব পাবেন। তাতে ক্লিক করুন। সেখানে এরকম একটি লাইন পাবেন।
If you understand the security risks but want to share printers without running the wizard, click here.
এই
লাইনে ক্লিক করুন এবং পরের ধাপগুলো পড়ে পড়ে প্রিন্টার শেয়ার করে দিন।
এখানে Ok ও Next এ ক্লিক করতে করতে আপনি একটা যায়গায় Workgroup এর নাম
বসানোর একটা ঘর পাবেন। সেখানে অবশ্যই একই নাম দিবেন (উপরের ৩ নং পয়েন্টটি
খেয়াল করুন) ।এখানে বর্ণনাটা বিস্তারিত দিলাম না। কারন প্রিন্টার সবার নাও
থাকতে পারে।
উপরের যে নিয়ম দিলাম তার মাধ্যমে খুব সহজেই আপনি
দুটি পিসির মধ্যে ডাটা ট্রান্সফার করতে পারবেন। এবার আপনাদের একটা গোপন
ট্রিকস জানাবো। অনেকেই আপনারা বিভিন্ন ভাবে এই ডাটা শেয়ারিং সম্পর্কে জানতে
পারেন। কিন্তু প্রত্যেক টিপস এর একটি গোপন ট্রিকস থাকে। এই পোষ্টেরও একটি
গোপন ট্রিকস আছে। তা হল এই পদ্ধতি ব্যবহার করে দুটি এক্সপি চালিত পিসির
মধ্যে সহজেই ডাটা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু যদি একটি এক্সপি এবং একটি
উইন্ডোস সেভেন বা দুটি সেভেন চালিত পিসি ব্যবহার করেন তাহলে আপনাকে বারতি
একটি কাজ করতে হবে। তা হল, আপনার উইন্ডোস সেভেন চালিত কম্পিউটারে ইউজার
একাউন্টে পাসওয়ার্ড দিতে হবে। এর জন্য কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে
যাবেন। তারপর User Account এ যাবেন। তারপর আপনি যে একাউন্টে এখন পিসিটি রান
করছেন অর্থাৎ পিসিটি যে নাম দিয়েছেন তাতে ক্লিক করবেন। সেখানে Create a
Password অপশনে ক্লিক করে পাসওয়ার্ড দিবেন। মনে করেন আপনি একটি এক্সপি ও
একটি সেভেন চালিত পিসিতে ক্রসওভার ক্যাবল এর মাধ্যমে ডাটা শেয়ার করেছেন।
তাহলে সেভেন চালিত পিসিতে ইউজার একাউন্টে পাসওয়ার্ড দিবেন। এখন খেয়াল করুন, মনে করুন এক্সপি এ আইপি বসিয়েছেন 192.168.1.1 এবং সেভেন চালিত পিসিতে আইপি দিয়েছেন 192.168.1.2
এখন উইন্ডোস সেভেন চালিত পিসিতে Run এ গিয়ে লিখুন: \\192.168.1.1 (যা এক্সপি চালিত পিসির আই পি) এরপর এন্টার দিন। ছবি দেখুন। এখানে একটি বিষয় খেয়ার করুন। আমি কিন্তু উল্টো স্লাশ দিয়ে আইপি এ্যাড্রেস লিখেছি। ভাল করে দেখুন।
এই
কাজটি করার পর আপনি ঐ উইন্ডোস সেভেন চালিত পিসি হতে এক্সপি চালিত পিসিতে
প্রবেশ করতে পারবেন। এখন এক্সপি চালিত পিসির যেসকল ড্রাইভ বা ফোল্ডার আপনি
আগেই শেয়ার করেছেন তাতে আপনি প্রবেশ করতে পারবেন, কপি বা কাট করে আপনার
উইন্ডোস সেভেন চালিত পিসিতে ডাটা ট্রান্সফার করতে পারবেন।
একই পদ্ধতিতে,
এক্সপি চালিত পিসির রান কমান্ডে লিখুন: \\192.168.1.2 (যা উইন্ডোস সেভেন
চালিত পিসির আই পি এড্রেস) এখন এক্সপি হতে সেভেন এর পিসিতে প্রবেশ এর সময়
ইউজার একাউন্ট এর নাম এবং পাসওয়ার্ড চাইবে। সঠিক নাম ও পাসওয়ার্ড দিন। ওকে
করার পর আপনি সেভেন অপারেটিং চালিত পিসিতে প্রবেশ করতে পারবেন। এবং আগে
থেকেই সেভেন চালিত পিসির যেসকল ড্রাইভ বা ফোল্ডার শেয়ার করে রেখেছিলেন তাতে
প্রবেশ, কপি বা কাট করে আপনার এক্সপি চালিত পিসিতে নিয়ে আসতে পারবেন।
এই
পাসওয়ার্ড এর ট্রিকস টাই এ পোষ্টের গোপন ট্রিকস। অনেকেই আপনারা ডাটা
শেয়ারিং জেনে থাকতে পারেন। কিন্তু এই পাসওয়ার্ড না দেবার কারনে শেয়ারিং
পুরোপুরি ভাবে করতে পারেন নাই। এবার নিশ্চয়ই ডাটা শেয়ারিং বা নেটওয়ার্ক বা
প্রিন্টার শেয়ারিং ইত্যাদি করতে পারবেন। তাই না!!!!!!!! ওহ আরেকটি জিনিষ
প্রিন্টার শেয়ার করতে চাইলে প্রথমে যে পিসির সাথে প্রিন্টার লাগানো আছে সেই
পিসি হতে প্রিন্টার এর পোপার্টিজ এর গিয়ে প্রিন্টার শেয়ার করে দিবেন।
তারপর যে পিসির সাথে পিন্টার এর সংযোগ নেই, সেই পিসির রান কমান্ডে গিয়ে অপর
পিসির আইপি এ্যাড্রেস লিখবেন (অবশ্যই উপরের নিয়মে রান কমান্ডে আইপি
এ্যাড্রেস লিখবেন) তারপর এন্টার দিন। এখন দেখবেন প্রিন্টার দেখা যাচ্ছে। এর
পর প্রিন্টার এ মাউজের রাইট ক্লিক করুন। এবং Connect এর ক্লিক করুন। কোন
ম্যাসেজ আসলে ওকে করুন। আপনার প্রিন্টার শেয়ার হয়ে গেল। এখন যেকোন
মাইক্রোসফট ওয়ার্ড খুলে, প্রিন্টারটি দেখিয়ে একটি প্রিন্ট দিয়েই
দেখুন::::::::::