কিভাবে word files কে PDF ফাইলে কনভার্ট করবেন?

আমরা বেশির ভাগ সময় আমাদের অনেক প্রয়োজনীয় লেখালেখিটা মাক্রসফট ওয়ার্ড-এ লিখে থাকি। এবং সেটা প্রিন্ট করবার জন্য বা অন্য কোন কারণে পেন ড্রাইভে করে নিয়ে অন্য কোন পি.সিতে ওপেন করার সময় সেটাকে আর আগের ফরমেটে পাইনা। আপনার মত করে সাজানো লেখাটা আর আগের মত নাও থাকতে পারে বিভিন্ন কারণে। যেমন আপনি আপনার তৈরিকৃত সি.ভি টা যখন ইমেইল করেন বা পেন ড্রাইভে করে অন্য কোথায় নিয়ে যান প্রিন্ট করবার জন্য, প্রায়শ্য সেটা অন্য পি.সিতে ওপেন করলে সেটার লুক চেন্জ হয়ে যায়। তাই এ ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনি আপনার ফাইলটি যদি পি.ডি.এফ (PDF) ফরমেটে কনভার্ট করে নেন তাহলে আর এধরণের কোন সমস্য হবে না। আপনার ফাইলটি আপনার মত করে সাজানো থাকবে।

আসুন এবার দেখা যাক কিভাবে আমরা খুব সহজেই আমাদের ওয়ার্ড ফাইলটি পিডিএফ ফাইলে
কনভার্ট করবঃ -----
  • প্রথমে MS WORD 2 PDF কনভার্টার সফওয়ারটি ডাউনলোড করুন।
  • এই সফটওয়ারটি দ্বারা ওয়ার্ড ফাইল ছাড়াও ওয়েব পেজ, বুক, ইমেল সহ আরো অনেক দরকারী ফাইলকে পি.ডি.এফ (PDF) ফরমেটে কনভার্ট করতে পারবেন।
  • সফওয়ারটি ডাউনলোড হয়েছে? সফওয়ারটি ডাউনলোড হয়ে গেলে আর বসে আছেন কেন? তাড়াতাড়ি ইনস্টল করে ফেলুন।
  • সফওয়ারটি ইনস্টল করলে সেটা আপনার লোকাল প্রিন্টার হিসাবে আপনার প্রিন্টার লিষ্টে যোগ হবে।



  • ব্যস, আসল কাজটা তো হয়েই গেল।
  • এবার যে ফাইলটি আপনি পি.ডি.এফ (PDF) ফরমেটে কনভার্ট করতে চান সেটা ওপেন করুন এবং প্রিন্ট কমান্ড (Ctrl + P) দিন।
  • প্রিন্ট কমান্ডকে ওকে করার আগে প্রিন্টার নেম লিষ্ট থেকে শুধু Universal Document Converte সিলেক্ট করে দিন।
  • এখন ওকে করুন। তাহলেই আপনি আপনার ফাইলটিকে পি.ডি.এফ (PDF) ফরমেটে পেয়ে যাবেন।
বিঃদ্রঃ আপনি ‍Universal Document Converte ছাড়াও অন্য আরো এই ধরণের সফটওয়ার ব্যবহার করতে পারেন। কিন্তু Converte করার প্রসেসটা একই।
 ডাউনলোড করতে সমস্যা হলে নিয়মটা দেখে নিন।