১. প্রথমেই huawei এর সাইট থেকে HiSuit নামের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন (হ্যান্ডসেটের ড্রাইভার সেটাপের জন্য এটা লাগবে, অন্য অনেক কাজও করতে পারবেন এটা দিয়ে)।
২. কাস্টম রিকভারির জন্য স্ক্রিপ্ট ডাউনলোড করুন এখান থেকে।
৩. রুটিং স্ক্রিপ্ট ডাউনলোড করুন এখান থেকে।
আপাতত ডাউনলোড শেষ চলুন কাজে নামা যাক-
ধরে নিলাম আপনি HiSuite সফটওয়্যারটি ইন্সটল করেছেন। আপনার হ্যান্ডসেটের সেটিং মেনু থেকে Fast boot অপশন off করুন (টিক তুলে দিন), সিকিউরিটি অপশন থেকে unknown source এবং USB debugging চালু করুন (টিক দিন) এবার হ্যান্ডসেট বন্ধ করুন। ব্যাটারীটি খুলে ফেলুন এবং ১০ সেকেন্ড অপেক্ষা করুন।
মোবাইলের ভলিউম ডাউন (কমানোর বাটন) এবং পাওয়ার বাটন একসাথে ১০ সেকেন্ড চেপে ধরে রাখুন। Huawei এর লোগোটি স্ক্রিনে এসে ফোন ফাস্টবুট মুডে থাকবে।
আপনার কম্পিউটারের সাথে USB পোর্ট দিয়ে হ্যান্ডসেট কানেক্ট করুন। প্রয়োজনীয় ড্রাইভার নিজে থেকেই ইন্সটল হয়ে যাবে।
সেট কানেক্ট রেখেই কাস্টম রিকভারির জন্য ডাউনলোড করা ফাইল ফোল্ডার থেকে recovery-here.bat ফাইল টি open করুন। নিচের মত একটি স্ক্রিন পাবেন-
এখানে
আপনি ৩ ধরনের রিকভারি
অপশন পাবেন
১- স্টক রিকভারি (ডিফল্ট)
২- ক্লকওয়ার্কমড
৩- TWRP রিকভারি
আপনি ২ অথবা ৩
যেকোন একটা লিখে ENTER দেন।
কয়েক সেকেন্ডের মধ্যে হ্যান্ডসেট টি
রিস্টার্ট নিবে। কাস্টম
রিকভারি ইন্সটল করা শেষ।১- স্টক রিকভারি (ডিফল্ট)
২- ক্লকওয়ার্কমড
৩- TWRP রিকভারি
এবারে আপনি ৩ নম্বরে যে রুটিং স্ক্রিপ্ট ডাউনলোড করেছিলেন সেই ZIP ফাইলটি হ্যান্ডসেটের মেমরীকাডে কপি করে নিন। হ্যান্ডসেট টি বন্ধ করুন। ভলিউম আপ (বাড়ানোর বাটন) এবং পাওয়ার বাটন একসাথে ১০ সেকেন্ড চেপে ধরে রাখুন।
কাস্টম রিকভারি মুডে প্রবেশ করবেন। এখান থেকে প্রথমেই আপনার বর্তমান রমের ব্যাকআপ নিয়ে নিন। আপনার কাস্টম রিকভারি ক্লকওয়ার্কমড হলে install zip from sd এবং TWRP হলে Install সিলেক্ট করে TeamProlusionRoot.zip দেখিয়ে দিন। অল্পক্ষনের মধ্যেই ZIP ফাইলটি দিয়ে রম ফ্লাশ হয়ে যাবে।
বলেন উল্লাস!!! আপনি আপনার huawei ascend y210 রুট করে ফেলেছেন।
এবার প্লে স্টোর থেকে রুট আনইন্সটলার নামিয়ে অপ্রয়োজনীয় এ্যাপ রিমুভ করে ফেলতে পারবেন। আইসক্রীম স্যান্ডউইচের মত মডিফাইড ফাস্ট কাস্টম রম ইন্সটল করতে পারবেন।
বি:দ্র: যা করবেন নিজের রিস্কে করবেন। ভাল করে পোস্ট পড়ে নিয়ে বুঝে করবেন। সমস্যা হলে আমি দায়ী থাকবোনা।
দরকার হলে huawei ascend y210 এর অফিসিয়াল রম পাবেন এখানে।
হ্যাপি রুটিং...