ফেসবুকের কমেন্টস এবং স্ট্যাটাসে দিন মজার মজার Emoticon.


আজকাল আমারা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি। আর সব সময় চেষ্টা করি মজার মজার স্টাটাস আপডেট দিতে। কে কত সুন্দর এবং মজার স্টাটাস দিতে পারবে তা নিয়ে রিতিমত গবেষনা আর পাল্লা চলে বলতে গেলে। কারণ যে যত সুন্দর আর মজার মজার স্টাটাস দিতে পারবে তার তত বেশি সুন্দর সুন্দর কমেন্টস মিলবে, বেশি বেশি লাইক পড়বে। আর কমেন্টস আর লাইক পেতে কারই না ভালো লাগে। আপনি স্টাটাস দিলেন আর কেউ কোন কমেন্টস বা কোন সাড়া শব্দ যদি না করে তাহলে তো অবশ্যই আপনার মনটা খারাপ হয়ে যায়। কি!! কথা গুলো তো ঠিকই বলছি- নাকি?!! আর সেজন্য আমরা সবসময় চেষ্টা করি কে কত আকর্ষনীয় ভাবে স্টাটাস দিতে পারি। এবং আজকাল শুধু সাধারন ভাবে স্টাটাস বা কমেন্টস লিখলেই হয়না। তার মাঝে বিভিন্ন ধরণের ইমোটিকন তো অবশ্যই দেওয়া চাই। ইমোটিকন ছাড়া স্টাটাস কেমন যেন খালি খালি লাগে। মনে হয় যেন লবন ছাড়া তরকারি। পুরোটায় পানসে। !! 

আমরা অনেকেই ইমোটিকন দিতে চাই, কিন্ত অনেকেরই হয়ত জানা নেই, যে ইমোটিকনটা দিতে চাই সেটা কিভাবে দিতে হবে। এবং সেটার শর্টকাট টাই বা কি হবে? আবার অনেকে হয়ত কমন কিছু কিছু ইমোটিকনের শর্টকাট জানি।  

তাই আপনাদের জন্য আজ নিয়ে এলাম বিভিন্ন ধরনের ইমোটিকনের শর্টকাট। আশা করি আপনাদের ভালো লাগবে। স্টাটাস বা কমেন্ট লেখার মাঝে যেখানে ইমোটিকনটা দিতে চান ঠিক সেখানে নিচে দেওয়া (Shortcut code) শর্টকাট কোডটা একটা স্পেস দিয়ে পেষ্ট করেন অথবা হাতে লিখুন। ব্যস পোষ্ট করার পর দেখবেন আপনার পছন্দের ইমোটিকনটা আপনার স্টাটাস বা কমেন্টসে চলে এসেছে।