কাজের
চাপে কনুই বা হাঁটুতে দাগ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই দাগ সহজেই দূর করা
যায়। আসুন, জেনে নিই কী করতে হবে। পরামর্শ দিয়েছেন আকাঙ্খাস গ্ল্যামার
ওয়ার্ল্ডের রূপ বিশেষজ্ঞ জুলিয়া আজাদ।
পদ্ধতি-১
প্রথমে একটি লেবু কেটে কনুই ও হাঁটুতে কিছুক্ষণ ঘষতে থাকুন। তবে খেয়াল রাখবেন যেন কোনো কাটাছেঁড়া থাকলে সেখানে লেবুর রস না লাগে। কালো দাগের ওপর লেবুর রস লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। লেবুর রস শুকিয়ে গেলে চিনি ও অলিভ অয়েল
মিশিয়ে কালো দাগগুলোর ওপর ঘুরিয়ে ঘুরিয়ে সেটা ম্যাসাজ করুন। এতে ওই অংশের
মৃত ত্বকের অংশটুকু উঠে আসবে। এবার হাঁটু আর কনুই ভালো করে ধুয়ে ফেলুন।
ময়েশ্চারাইজিং ক্রিম লাগান। অল্প করে না দিয়ে বেশি করে দেবেন, যাতে দাগ
ঢেকে যায়। এভাবে প্রতিদিন ব্যবহার করতে থাকুন। আস্তে আস্তে দাগ হালকা হয়ে
আসবে।
পদ্ধতি-২
১ টেবিল চামচ বেকিং সোডা আর ১ চা চামচ
লেবুর রস মিশিয়ে নিন। ঘুরিয়ে ঘুরিয়ে কালো দাগগুলোর ওপর ম্যাসাজ করুন। ১৫
মিনিট রেখে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন করতে থাকুন।
সতর্কতা
- হাঁটু আর কনুইয়ে ভর দিয়ে কোনো কাজ না করার চেষ্টা করুন।
- খেয়াল রাখবেন, হাঁটু আর কনুই যেন কখনও শুষ্ক না হয়।
0 comments:
Thanks for comment