অটোরান বন্ধ করুন - (ভাইরাস এর ভয় কমবে)

সাধারনত কম্পিউটারের পেন ড্রাইভ, সিডি/ ডিভিডি অথবা অন্য কোন মেমরি ড্রাইভ ঢুকালে সেটা একা একাই রান (অটোরান) করে, এবং ওপেন হয়ে যায়।  ঐ ড্রাইভ গুলোতে যদি আগে থেকে ভাইরাস থেকে থাকে তাহলে অটোরান হবার কারণে ভাইরাস গুলো খুব তাড়াতাড়ি কম্পিউটারের সিস্টেমে চলে যেতে পারে এবং কম্পিউটারটিকে অচল করে দিতে পারে। সেজন্য অটোরানটি বন্ধ
করে দিয়ে ম্যানুয়ালি ড্রাইভ টি ওপেন (explore)  করলে,  এ ধরণের সরাসরি ভাইরাস এ্যটাক থেকে কিছুটা হলে মুক্তি পাওয়া যেতে পারে।
অটোরান বন্ধ করতে হলে: 

  • স্ট্রাট মেনু থেকে “রান” - এ ক্লিক করুন এবং  বক্সে লিখুন “ GPEDIT.MSC
  • Group Policy নামে যে ডায়ালগ বক্সটি আসবে সেখান (বাম পাশে) থেকে “Computer Configuration” এ ক্লিক করুন।

  • Computer Configuration এ ক্লিক করলে ডান পাশের অংশে ৩ টা অপশন আসবে, সেখান থেকে Administrative Templates  ডাবল ক্লিক করুন।
  • নতুন যে অপশন গুলো আসবে সেখান থেকে একই ভাবে  “System” এ ডাবল ক্লিক করুন।
  • System এ ক্লিক করলে একই ভাবে আবার অনেকগুলো লিস্ট আসবে। সেই লিষ্টগুলোর ভিতর থেকে “Turn autoplay off” এ ডাবল ক্লিক করুন এবং Enable সিলেক্ট করুন এবং নিচের ড্রপডাউন মেনু তে গিয়ে, ~All Drive" সিলেক্ট করুন এবং সব শেষে Ok ক্লিক করে বের হয়ে আসুন।